Pages

Friday, February 21, 2014

শয়তানের পাহাড়ে দেবদূতের ঝরনা(Angel Falls)!

শয়তানের পাহাড়ে দেবদূতের ঝরনা!
একুশে সংবাদ ডেস্ক : পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাতের নামএঞ্জেল ফলস এটি দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ ভেনিজুয়েলায় অবস্থিত জল প্রপাতটির ৎপত্তিস্থল হলোআওয়ানতেপুইপাহাড়আইওয়ানতেপুইশব্দের আভিধানিক অর্থ হলোশয়তানের পাহাড় ভয় পাওয়ার মতো নামই বটে সত্যি সত্যিই সেখানে শয়তান থাকে কি-না কে জানে পাহাড়টা এতটাই দুর্গম যে, সেখানে যাওয়া যেমন কষ্টকর, ফিরে আসাটা আরো কষ্টকর
এজন্যই বোধহয় সেখানকার আধিবাসীরা পাহাড়টিকে এই নামে ডাকে। মজার বিষয় হলো,পৃথিবীর প্রায় সব জলপ্রপাতেরই ৎস নদী,হৃদ বরফগলা পানির স্রোত অথবা মাটির নিচে থেকে উঠে আসা পানি। তবে এঞ্জেল ফলসের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু অন্যরকম। এঞ্জেল ফলসের পানির সে রকম কোনো ৎস নেই। তাহলে এতো পানি আসে কোথা থেকে? ভাববার বিষয় বটে। রেইন ফরেস্ট অঞ্চলে সারা বছর যে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টির পানিই পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে সৃষ্টি করেছে এই জলপ্রপাতের
ব্যাপারটা সত্যিই বিস্ময়কর, তাই না। প্রায় এক কিলোমিটার উঁচু এই বৃষ্টির পানি গিয়ে পড়ে নিচেরকেরিপনদীতে। সেখান থেকেচুরুননদীতে গিয়ে মিশেছে। প্রায় এক কিলোমিটার উঁচু থেকে পড়া এঞ্জেল ফলসের বেশির ভাগ পানিই নিচে পড়ার আগে বাষ্প হয়ে যায়।ওয়েবসাইট
Please see this video:



No comments:

Post a Comment