Pages

Wednesday, April 16, 2014

বিদেশে বাংলাদেশী: ফ্রান্সের আঙ্গুর চাষ প্রকল্পে বাংলাদেশীদের কর্মসংস্থানের সম্ভাবনা



লুতফর রাহমান বাবু ফ্রান্সঃ ইতালির মতো ফ্রান্সেও রয়েছে কৃষি কাজের ব্যাপক চাহিদা।তবে মৌসুমে কাজের জন্য ফ্রান্সে আঙ্গুর চাষের উপর বাংলাদেশীদের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বৃহত্তর সিলেটের কুলাউড়ার বাংলাদেশী এক প্রবাসী জনাব মোহাম্মদ আলী মতিন ফ্রান্সে আঙ্গুল বাগানে কাজ করে আসছেন এবং সে তার সাথে সাথে অনেক বাংলাদেশীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে যাচ্ছেন। উল্লেখ্য ইতালি, ফ্রান্স তথা সমগ্র ইউরোপে বাংলাদেশী শ্রমিকদের কাজের প্রশংসা রয়েছে। আর তাই বিভিন্ন মালিক করতিপক্ষ চায় অন্যান্য দেশের নাগরিকদের পরিবর্তে বাংলাদেশী শ্রমিকদের কাজে সুযোগ দিতে। বন্ধুরা এই সম্পর্কে বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুনঃ



Please browse this website: http://www.amiopari.com/


No comments:

Post a Comment