Pages

Wednesday, April 16, 2014

বিদেশে বাংলাদেশী: ফ্রান্সের আঙ্গুর চাষ প্রকল্পে বাংলাদেশীদের কর্মসংস্থানের সম্ভাবনা



লুতফর রাহমান বাবু ফ্রান্সঃ ইতালির মতো ফ্রান্সেও রয়েছে কৃষি কাজের ব্যাপক চাহিদা।তবে মৌসুমে কাজের জন্য ফ্রান্সে আঙ্গুর চাষের উপর বাংলাদেশীদের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বৃহত্তর সিলেটের কুলাউড়ার বাংলাদেশী এক প্রবাসী জনাব মোহাম্মদ আলী মতিন ফ্রান্সে আঙ্গুল বাগানে কাজ করে আসছেন এবং সে তার সাথে সাথে অনেক বাংলাদেশীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে যাচ্ছেন। উল্লেখ্য ইতালি, ফ্রান্স তথা সমগ্র ইউরোপে বাংলাদেশী শ্রমিকদের কাজের প্রশংসা রয়েছে। আর তাই বিভিন্ন মালিক করতিপক্ষ চায় অন্যান্য দেশের নাগরিকদের পরিবর্তে বাংলাদেশী শ্রমিকদের কাজে সুযোগ দিতে। বন্ধুরা এই সম্পর্কে বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুনঃ



Please browse this website: http://www.amiopari.com/


Tuesday, April 15, 2014

ঢাকার ইতিহাস বিষয়ক ধারাবাহিক প্রমাণ্য চিত্র, বাই(By) বিটিভি - দেখুন প্লীজ।

A documentary on the history of Dhaka. Made in 2001-02 and aired in BTV (July-2002)


দেখা-অদেখা বাংলাদেশ: ঐতিহ্যবাহী বাড়ী-প্রাসাদ নিয়ে প্রতিবেদন বাই(By) প্যানোরমা ট্যুরিজম


শিলাইদহের রবীন্দ্র কুঠীবাড়ী:

রংপুরের তাজহাট জমিদারবাড়ী:

নাটোরের দিঘাপাতিয়া রাজবাড়ী:

বগুড়ার মোহাম্মদ আলী প্যালেস মিউজিয়াম:



Friday, April 11, 2014

Rajshahi - An attractive bangla documentary by RTV



দেখা-অদেখা বাংলাদেশ: বান্দরবানের নীলগিরি (Nilgiri) নিয়ে প্রতিবেদন বাই(By) প্যানোরমা ট্যুরিজম





বাংলাদেশে ঘুরে বেড়ানোর জন্য সবেচেয়ে আকর্ষণীয় স্থান কোথায়?


নীলগিরি বাংলাদেশের সর্বোচ্চ পর্যটন কেন্দ্র। এ পর্যটন কেন্দ্রের উচ্চতা প্রায় ৩ হাজার ফুট। এটি বান্দরবান জেলার থানছি উপজেলায় অবস্থিত।
বান্দরবান জেলা সদর থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে এই পর্যটন কেন্দ্রের অবস্থান। এ পর্বতের পাশেই রয়েছে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত আদিবাসী সম্প্রদায় ম্রো-পল্লী। যাদের বিচিত্র সংস্কৃতি দেখার মত।
বর্ষা মৌসুমে নীলগিরি পর্যটন কেন্দ্র থেকে মেঘ ছোয়ার দূর্লভ সুযোগ রয়েছে। শুষ্ক মৌসুমে নীলগিরি থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। বান্দরবানের সবচেয়ে সুন্দর ও আধুনিক পর্যটন কেন্দ্র এটি। এটি সেনা তত্ত্বাবধানে পরিচালিত হয়। এর পাশেই রয়েছে একটি সেনা ক্যাম্প। নিরিবিলিতে স্বপরিবারে কয়েক দিন কাটাতে এটি একটি আর্দশ জায়গা।
যাতায়াত
পর্যটকদের নীলগিরি যেতে হলে বান্দরবান জেলা সদরের রুমা জীপষ্টেশন থেকে থানছিগামী জীপ অথবা বাসে করে নীলগিরি পর্যটন কেন্দ্রে যেতে হবে। বান্দরবনা জীপ ষ্টেশন থেকে জীপ, ল্যান্ড রোভার, ল্যান্ড ক্রুজারসহ অন্যান্য হালকা গাড়ী ভাড়ায় পাওয়া যায়। নীলগিরি যাওয়ার পথে সেনা চেকপোষ্টে পর্যটকদের নাম ও ঠিকানা লিপিবদ্ধ করতে হবে। বান্দরবান জেলা সদর থেকে সাধারণত বিকেল ৫ টার পর নীলগিরির উদ্দেশে কোন গাড়ী যেতে দেয়া হয় না।
ভাড়া
আসা-যাওয়ার ক্ষেত্রে সেনাবাহিনী কর্তৃক নির্ধারিত ৫সিট বিশিষ্ট ছোট জীপ রয়েছে। এর ভাড়া ২৩০০ টাকা। এছাড়া ৮সিট বিশিষ্ট বড় জীপের ভাড়া ২৮০০ টাকা।
নীলগিরি পর্যটন কেন্দ্র বান্দরবান জেলা সদর থেকে দিনে গিয়ে দিনে ফিরে আসা যায়। এ ছাড়া নীলগিরি পর্যটন কেন্দ্র রাত্রি যাপনের জন্য বান্দরবান সদর সেনা রিজিয়নে বুকিং দেয়া যায়। তাছাড়া নীলগিরি পর্যটনে গিয়ে সরাসরি বুকিং করা যায়। বান্দরবান জেলা সদর থেকে নীলগিরি পর্যটন কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় অধিকাংশ পর্যটক দিনে গিয়ে দিনেই ফিরে আসেন।
কটেজ ভাড়ানীলগিরিতে রয়েছে বেশ কিছু কটেজ। যেমন- 'গিরি মারমেট' (ভাড়া-৭৫০০ টাকা, ধারণক্ষমতা-৮/১০ জন); 'মেঘদূত' (ভাড়া-৬৫০০ টাকা, ধারণক্ষমতা-৮/১০ জন); 'নীলাঙ্গনা' (ভাড়া-৫৫০০ টাকা, ধারণক্ষমতা- ৪/৬ জন)। এছাড়া কাপলরা ২৭৫০ টাকায় ১ রুম ভাড়া পাবেন।

Please browse this link: http://nilgiriresort.com




Tuesday, April 8, 2014

দেখা-অদেখা বাংলাদেশ - মেলা, প্রতিযোগিতা ইত্যাদি প্রতিযোগিতা নিয়ে প্রতিবেদন বাই(By) প্যানোরমা ট্যুরিজম


ষাড়ের লড়াই:

সার্কাস (Sarkas):

সরাইলের হাসলী মোরগের লড়াই:

মেলার মৃত্যুকূপে মোটর শো:

Switzerland (সুইজারল্যান্ড): An attractive bangla documentary By Bhraman, West Bangla and others




Winter in Switzerland - Award Winning Film:


Zurich, Switzerland - a city tour:


Geneva City Guide, Switzerland:

Train journey from Spitz to Interlaken, Switzerland: